ফের মাঝআকাশে বিপত্তি দুবাইগামী স্পাইসজেট সংস্থার বিমানের। ওই বিমানের মধ্যে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। যদিও তাঁরা সবাই সুরক্ষিত। সোমবার এসজি-২৩ বিমান তামিলনাড়ুর মাদুরাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল। উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। হঠাৎ কাঁপতে থাকে উড়ানটি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয় চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। চেন্নাই বিমানবন্দরে সবুজ সংকেত দিলে ওই বিমান সেখানে জরুরি অবতরণ করে।
বিমানের ঠিক কোথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তা স্পষ্ট করেনি স্পাইসজেট সংস্থা। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি ওই সংস্থা। ৪দিন আগেই মাঝআকাশে পাটনাগামী স্পাইসজেটের অন্য একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। দিল্লি থেকে রওনা দিয়ে মাঝআকাশে বিপত্তির জেরে আবার দিল্লিতেই ফিরে যায় বিমানটি। ধারাবাহিক ঘটনাক্রমের কারণে ওই বিমান সংস্থার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।