উপমুখ্যমন্ত্রী পদে সুনেত্রা পাওয়ারের নাম ঘিরে জল্পনা এনসিপিতে

স্বামীর আকস্মিক মৃত্যুর শোক সামলে দলীয় দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন সুনেত্রা পাওয়ার, জোর জল্পনা মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। দলীয় সূত্রের খবর, প্রয়াত অজিত পাওয়ারের জায়গায় তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে এনসিপি। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ।

বুধবার সকালে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পরই এনসিপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল, অজিতের প্রয়াণে দল নেতৃত্বের সংকটে পড়তে পারে। তবে সূত্রের দাবি,  দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল-সহ শীর্ষ নেতারা সুনেত্রা পাওয়ারের সঙ্গে কথা বলেন। মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নরহরি জারওয়াল সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষ চান সুনেত্রা পাওয়ার রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব নিন।’

দলীয় মহলের ইঙ্গিত, পাওয়ার পরিবারের রাজনৈতিক গড় বারামতি থেকেই সুনেত্রাকে প্রার্থী করা হতে পারে। ওই কেন্দ্র থেকেই ৭ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অজিত পাওয়ার। পরিকল্পনা অনুযায়ী, সেখান থেকে তাঁকে বিধায়ক করে উপমুখ্যমন্ত্রী পদে আনার রূপরেখা তৈরি হচ্ছে। এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে শীঘ্রই আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর।


তবে শরদ পাওয়ারের সঙ্গে পুনর্মিলন নিয়ে আপাতত কোনও পদক্ষেপের ইঙ্গিত মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোনও আঞ্চলিক দলের ক্ষেত্রে শক্তিশালী নেতৃত্ব বা উত্তরাধিকারী না থাকলে দল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। অজিত পাওয়ারের মৃত্যুর পর সেই চ্যালেঞ্জের মুখেই পড়েছে এনসিপি। সূত্রের মতে, এই পরিস্থিতিতে সুনেত্রা পাওয়ারকে সামনে এনে দল সংগঠিত রাখার কৌশল নিয়েছে এনসিপি।