সােশ্যাল মিডিয়া আসল-নকল ফারাক করতে ‘অক্ষম’ : প্রধান বিচারপতি

এন ভি রামান্না (Photo:SNS)

সােশ্যাল মিডিয়ায় জনমত। দেশের সমস্ত বিচাদের সতর্ক করলেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না। গত বুধবার দিল্লিতে বিচারপতি পি ডি দেশাই স্মারক বক্তৃতায় সুপ্রিম কোর্টের প্রধান।

বিচারপতি সােশ্যাল মিডিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে সােশ্যাল মিডিয়ায় কী চলছে, তার খবরও অবশ্য নিতে বলেছেন প্রধান বিচারপতি। তিনি ভার্চুয়াল বক্তৃতায় বলেছেন, ‘সােশ্যাল মিডিয়ায় আবেগতাড়িতভাবে জনমত দেওয়ার ক্ষেত্রে বিচারপতিদের সতর্ক থাকতে হবে। কারণ সবসময় সবটা সঠিকভাবে প্রতিফলিত হয় না।

এই নতুন মাধ্যম ভালাে-মন্দ, ঠিক-ভুল, আসল-নকল ফারাক করতে অক্ষম। এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিচারব্যবস্থাকে দেখতে হবে সরকারি ক্ষমতা কতটা এবং কী পদক্ষেপ করছে। এটা বিচার ব্যবস্থার স্বাধীনতা। বিচার ব্যবস্থা কোনওভাবেই প্রত্যক্ষ কিংবা পরােক্ষভাবে আইনসভা, আমলাতান্ত্রিক দ্বারা নিয়ন্ত্রিত হবে না।


সােশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে আনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না। যেভাবে সােশ্যাল মিডিয়ায় সঠিকের পাশাপাশি ফেক ভিডিও, ছবি, তথ্য উঠে আসছে।

সেজন্য বােধহয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না সমস্ত বিচারকদের সােশ্যাল মিডিয়ায় আগেতাড়িতভাবে জনমত দেওয়ার ক্ষেত্রে সতর্ক করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।