জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটাতে প্রাথমিক তদন্তের রিপোর্ট প্রকাশ করল সিঙ্গাপুর পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আপাতত কোনওরকম অপরাধমূলক দিক বা ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুবিন গর্গের দেহ উদ্ধারের পর নিয়ম মেনেই তদন্ত শুরু হয়। ঘটনাস্থল খতিয়ে দেখা হয়েছে, প্রাথমিক ফরেনসিক রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী, জোর করে কিছু করা হয়েছে বা তৃতীয় পক্ষ জড়িত থাকার এমন কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।
সিঙ্গাপুর পুলিশের এক আধিকারিক জানান, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। এই ঘটনার এখনও তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে মৃত্যুর পিছনে সন্দেহজনক কোনও দিক ধরা পড়েনি।’ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
সংগীতজগতে দীর্ঘদিনের পরিচিত মুখ জুবিন গর্গ। তাঁর মৃত্যু শুধু শিল্পীমহল নয়, সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের আবহ তৈরি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ প্রশাসন। পুলিশের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।