সিঁদুর ২.০ আরও বিধ্বংসী, পাকিস্তান আঘাত হানলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত, হুংকার জেনারেল কাটিয়ারের

পহেলগামের ধাঁচে ফের হামলার ছক কষছে পাকিস্তান, তবে মোকাবিলা করতে প্রস্তুত ভারতও।  হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার পশ্চিমাঞ্চলীয় কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। তিনি জানান, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা না থাকলেও , ইসলামাবাদ ফের পহেলগামের মতো সন্ত্রাসবাদী হামলা করতে পারে। তবে দেশের উপর আঘাত নেমে এলে প্রত্যাঘাতও যে তীব্র হবে, সেকথাও মনে করিয়ে দেন লেফটেন্যান্ট জেনারেল। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর ২.০’  গতবারের তুলনায় আরও বেশি  ভয়ানক এবং বিধ্বংসী হবে।

মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে জেনারেল কাটিয়ার বলেন, পাকিস্তানের মানসিকতা হল হাজারও আঘাতে ভারতকে রক্তাক্ত করা, দেশের ক্ষয়ক্ষতি করা। ভারতীয় সেনা এই উস্কানির মোকাবিলা করতে প্রস্তুত। এবারের প্রত্যাঘাত আগের থেকেও মারাত্মক হবে বলেই  হুঁশিয়ারি দেন মনোজ। ভারতের সামরিক প্রস্তুতি ও প্রত্যাঘাতের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখতে বলেন তিনি।

এদিনের সাংবাদিক বৈঠকে তিনি মনে করিয়ে দেন, ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানের উপর বড়সড় আঘাত হানতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন সেনাদের এক সমাবেশে উপস্থিত ছিলেন জেনারেল মনোজ। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, পহেলগাম হামলায় সন্ত্রাসবাদীরা নির্দোষ মানুষদের হত্যা করেছিল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। প্রশাসন, প্রবীণ সেনা এবং স্থানীয় জনগণের পূর্ণ সমর্থন পাওয়ায় অপারেশন সিঁদুর সফল হয়েছিল।


উল্লেখ্য,  চলতি বছরের ২২ এপ্রিল  কাশ্মীরের  ‘মিনি সুইৎজারল্যান্ড’ ওরফে পহেলগামে নির্বিচারে গুলি চালিয়ে হামলা চালায় পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী। একজন স্থানীয় সহ ২৫ জন পর্যটকের প্রাণ যায়। সেই আঘাতের প্রত্যাঘাতই ছিল অপারেশন সিঁদুর।