সিদ্দারামাইয়ার বাড়িতে প্রাতরাশে শিবকুমার, ‘আমি খুশি’ জানালেন শিবকুমার

শনিবার সকালে কর্ণাটক কংগ্রেসের দুই শীর্ষ নেতার ছবি ভাইরাল। প্রাতরাশের টেবিলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে একসঙ্গে দেখা গেল। কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনে শুক্রবার উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শনিবার সকালে সিদ্দারামাইয়ার সরকারি বাসভবন ‘কাবেরী’-তে দেখা গেল শিবকুমারকে।

প্রাতরাশে ছিল উপমা-রায়তা-সহ কন্নড়দের প্রিয় খাবারের মেনু। ছবিতে দেখা গেল, দুই নেতার মুখে লেগে রয়েছে একগাল হাসি। সংবাদমাধ্যমকে শিবকুমার জানিয়েছেন, ‘আমি খুশি। দলে কোনও সঙ্কট নেই। কংগ্রেস হাইকমান্ড সমস্যার সমাধান করে দেবে।’

বৈঠকের পরে সমাজমাধ্যমে একটি পোস্টে শিবকুমার লিখেছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে তাঁর বাসভবন কাবেরীতে দেখা করেছি। প্রাতরাশ বৈঠকে কর্ণাটকের অগ্রাধিকার এবং ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে।’ কর্ণাটক কংগ্রেস সূত্রে খবর, বৈঠকে শিবকুমারকে মুখ্যমন্ত্রীত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন সিদ্দারামাইয়া। তবে দলের তরফে বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কিছু জানা যায়নি।


রবিবার দিল্লিতে কর্ণাটক সঙ্কট মেটাতে বৈঠক হতে পারে বলে দলীয় সূত্রে খবর। বৈঠকে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব হাজির থাকবে বলে খবর। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার আগে ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে পারেন। সেই সঙ্গে সিদ্দারামাইয়ার অনুগামী এক বিধায়ককে মন্ত্রীত্ব দেওয়া এবং তাঁর অনুগামীর হাতে প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য নভেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর গদি নিয়ে কংগ্রেসের মধ্যে দর কষাকষি শুরু হয়। শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন তাঁর অনুগামীরা। দিল্লিতে কর্ণাটকের কংগ্রেস বিধায়কদের একাংশ দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পর টানাপড়েন আরও বেড়ে যায়।

২০২৩ সালে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন, আড়াই বছর পর ভোক্কালিগা জনগোষ্ঠীর নেতা শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হবে। পাঁচ বছরের মুখ্যমন্ত্রীত্ব সমান ভাবে ভাগ করে দেওয়া হবে দুই নেতার মধ্যে। সেই ‘প্রতিশ্রুতি’ অনুসারে দাবি তোলেন শিবকুমার ঘনিষ্ঠরা। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী শিবকুমার হচ্ছেন কি না সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।