কেজরিওয়ালের শিশমহল এবার দিল্লির অতিথিশালা

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত বাংলো শিশমহল। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় শিশমহল নিয়ে কম চর্চা হয়নি। দিল্লি সরকার এবার সেই বাংলোটি রাজ্য অতিথি নিবাসে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে সাধারণ মানুষের জন্য থাকছে ক্যাফেটেরিয়াও। পুরনো দিল্লির সিভিল লাইন্স এলাকার ৬, ফ্ল্যাগস্টাফ রোডে অবস্থিত শিশমহল বাংলোটি।

শনিবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, শিশমহল বাংলোতে শীঘ্রই দিল্লিতে অবস্থিত অন্যান্য রাজ্যভবনের মতো ঐতিহ্যবাহী অতিথিশালা ও একটি ক্যান্টিন খোলা হচ্ছে। তিনি জানান, এই সুবিধা সাধারণ জনগণও পাবেন। এই অতিথিশালায় থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। সরকারি আধিকারিকের কথায়, ‘এখানে যে কোনও রাজ্য থেকে আসা মন্ত্রী ও আধিকারিকরা থাকতে পারবেন।’

পাশাপাশি তিনি জানিয়েছেন, এখনও উচ্চপর্যায়ের কর্তাদের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া বাকি। অনুমোদন পেলে তবেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। জানা গিয়েছে, বহুল চর্চিত শিশমহল বাংলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ১০ জনের একটি দল ইতিমধ্যেই সেখানে কাজ করছে। এঁরা প্রতিদিন বাংলোটি পরিষ্কার করেন। পাশাপাশি, ফ্রিজ, এসির মতো বৈদ্যুতিন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করেন।