রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে বাতিল এয়ার ইন্ডিয়ার বহু বিমান

বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, প্রতি সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবার সংখ্যা কমাবে। আর শুক্রবার বেশ কয়েকটি বিমান বাতিলের কথা ঘোষণা করল সংস্থাটি। অন্তর্দেশীয় বিমানের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ানও বাতিল করা হয়েছে। রক্ষণাবেক্ষণ, খারাপ আবহাওয়া, আকাশসীমা বন্ধ থাকার কারণেই বিমানগুলি বাতিল করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমান বাতিলের কারণে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।

সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। অবশ্য কেউ চাইলে, বিকল্প ব্যবস্থা করে দেবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া বিমানগুলিতে নানা রকম পরীক্ষা করা হচ্ছে। ত্রুটি ধরা পড়লেই তা মেরামতও করছে কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার দুবাই-চেন্নাই এআই ৯০৬, দিল্লি-মেলবোর্ন এআই ৩০৮, মেলবোর্ন-দিল্লি এআই ৩০৯, দুবাই-হায়দরাবাদ এআই ২২০৪ বিমান বাতিল থাকছে।

এর পাশাপাশি পুণে থেকে দিল্লিগামী এআই৮৭৪, আহমেদাবাদ থেকে দিল্লিগামী এআই৪৫৬, হায়দরাবাদ থেকে মুম্বইগামী এআই২৮৭২ এবং চেন্নাই থেকে মুম্বইগামী এআই৫৭১ বিমান বাতিল করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, চলতি মাসের ২১ তারিখ থেকে ১৫ জুলাই পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হবে এবং ৩টি রুটে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হবে। সংস্থার দাবি, দুর্ঘটনার পরে তৈরি হওয়া নানা ত্রুটি কাটিয়ে ওঠার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ। দিল্লি–নাইরোবি, অমৃতসর–লন্ডন (গ্যাটউইক), গোয়া (মোপা)–লন্ডন (গ্যাটউইক) পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। যে ১৬টি আন্তর্জাতিক রুটে ‘ফ্লাইট ফ্রিকোয়েন্সি’ কমানো হচ্ছে, সেগুলি ছড়িয়ে রয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও পূর্ব এশিয়ায়।