প্রজাতন্ত্রের প্যারেডে বাংলার সাত পড়ুয়া

প্রজাতন্ত্র দিবসে  দিল্লির কর্তব্যপথে প্যারেড করবে বাংলার ৭ পড়ুয়া। ন্যাশনাল সার্ভিস স্কিম বা জাতীয় সেবা প্রকল্পের তত্ত্বাবধানে রাজ্যের এই সাত ছাত্র-ছাত্রী বাংলার প্রতিনিধিত্ব করবে। সেই নিয়ে গর্বিত এই পড়ুয়াদের কলেজ ও বিশ্ববিদ্যালয়। টানা ২৫ দিন ধরে মহড়া নিয়ে জাতীয় সেবা প্রকল্পের দেশ জুড়ে যে ১৪৮ জন ছাত্র-ছাত্রী ওই প্যারেডে অংশ নেবেন তার মধ্যে রয়েছেন বাংলার এই ৭ পড়ুয়া।

ছাত্রদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার বারাসাতের ব্রেনওয়ার ইউনিভার্সিটির সূর্যকান্ত মাইতি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের সঙ্গম রায়, মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গৌড় কলেজের ইয়ারানা শেখ, পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের শুভদীপ মাহাতো।

কুচকাওয়াজে থাকবেন তিন ছাত্রী মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আওতায় থাকা নিউটাউনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন এন্ড রিসার্চ-র সমাদৃতা মুখোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মালদহ কলেজের ঐশ্বর্য সরকার ও আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ত্রিবেনী দেবী ভালোটিয়া কলেজের মহিমা বাউরি।


প্যারেডের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে ও পিএম র‍্যালিতে সাংস্কৃতিক কার্যক্রমও তুলে ধরবেন। তবে এই সাত পড়ুয়ার মধ্যে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন মেয়েদের মধ্যে ঐশ্বর্য, সমাদৃতা ও ছেলেদের মধ্যে সূর্যকান্ত। “হিন্দুস্থান হিন্দুস্তান, হ্যা তুঝমে কহি মেরি জান” এই গানে এই তিন পড়ুয়া লোকনৃত্য করবেন।

২৭ জানুয়ারি দুপুরে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে ওই নৃত্যানুষ্ঠানে বাংলার এই ছাত্র- ছাত্রী সহ বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৩০ জন অংশ নেবে। সেখানেই দুপুরের আহার সারবেন তাঁরা। তারপর ওইদিনই উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে।