টাকা-মোবাইল চুরিতে অভিযুক্ত খোদ পুলিশের ডিএসপি, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

আইনশৃঙ্খলা রক্ষা থেকে জনগণের নিরাপত্তা দায়িত্ব যাদের হাতে, সেই পুলিশের বিরুদ্ধেই এবার চুরির অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি মধ্যপ্রদেশের। সেরাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে বন্ধুর বাড়ি থেকে টাকা এবং মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এর পাশাপাশি ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় পুলিশমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আধিকারিকের নাম কল্পনা রঘুবংশী। তিনি ভোপালে রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটি পুলিশ সুপার পদে কর্মরত। এক বন্ধুর বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা এবং মোবাইল ফোন চুরি করার অভিযোগ উঠেছে কল্পনাদেবীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বন্ধুর বাড়ি ভোপালের জাহাঙ্গিরাবাদ থানা এলাকায়। ওই মহিলার অভিযোগ, তিনি মোবাইল চার্জে বসিয়ে স্নান করতে গিয়েছিলেন। ঘরে তাঁর না থাকার সুযোগেই ঢুকে পড়েন কল্পনা রাজবংশী। এরপর দ্রুত নগদ টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দেন।

স্নান সেরে ফিরে মোবাইল না দেখতে পেয়ে অভিযোগকারী মহিলা সটান সিসিটিভি রুমের দিকে হাঁটা দেন। সিসিটিভির ফুটেজ দেখার পরেই গোটা বিষয়টি বুঝতে পারেন তিনি। ফুটেজে দেখা গিয়েছে, ওই পুলিশ আধিকারিক অভিযোগকারী মহিলার ঘরে ঢুকছেন। এক মিনিটের মধ্যেই তাঁর ঘর থেকে বেরোনোর ছবি ধরা পড়ে। সেই সময়ে তাঁর হাতে ধরা ছিল টাকার বাণ্ডিল। এরপর ওই আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান মহিলা।


পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক আছেন ওই আধিকারিক। তাঁর খোঁজ পেতে তল্লাশি অভিযান চলছে। ওই এলাকার অতিরিক্ত পুলিশ সুপার বিট্টু শর্মা জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে ওই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনি বলেন, ‘ওই আধিকারিকের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। কোনও টাকা উদ্ধার হয়নি।’ পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত পুলিশ আধিকারিককে বিভাগীয় নোটিশ জারি করা হয়েছে। কড়া শাস্তির মুখে পড়তে পারেন তিনি।