পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা শহরে। বুধবার সকালে মন্দিরের দক্ষিণ প্রান্তে ‘পরিক্রমা মার্গ’-এর কাছে একটি দেওয়ালে হুমকি বার্তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ভক্তরা। ওড়িয়া এবং ইংরেজি – দুই ভাষায় লেখা ছিল সেই বার্তা, যেখানে উল্লেখ করা হয়েছে, জঙ্গিরা জগন্নাথ মন্দিরে আক্রমণ করবে। মন্দির উড়িয়ে দেওয়া হবে।
হুমকিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করা হয়েছে বলেও স্থানীয় সূত্রের দাবি। দেওয়ালে আরও কিছু ফোন নম্বরও লেখা ছিল, যেখানে ফোন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই সতর্ক হন স্থানীয় বাসিন্দারা। বার্তাটি নজরে আসতেই তা মুছে ফেলা হয়।
এমন সংবেদনশীল এলাকায় এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার পর থেকেই গোটা মন্দির চত্বর জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে মন্দির চত্বরের প্রতিটি কোণায়। সক্রিয় করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী, খতিয়ে দেখা হচ্ছে মন্দির লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ।
পুলিশ সূত্রে খবর, মন্দির চত্বরের কিছু লাইট বা বাতি ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কে বা কারা এই হুমকি দিয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে সাইবার সেল সহ একাধিক সংস্থা।
মন্দিরের এক সেবায়েত শ্যামা মহাপাত্র বলেন, ‘এই মন্দির চত্বর অত্যন্ত সংবেদনশীল এলাকা। অথচ দুর্বৃত্তেরা এখানে ঢুকে হুমকি দিয়ে চলে গেল! কড়া নিরাপত্তার মধ্যেও এটা সম্ভব কীভাবে?’ ভক্ত রেণুবালা ত্রিপাঠির কথায়, ‘সম্প্রতি কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেওয়াল টপকে ভিতরে ঢুকেছিল। তাঁদের এখনও শনাক্ত করা যায়নি। তার মধ্যেই আবার এই নতুন হুমকি, ভয় লাগছে।’
পুলিশ প্রশাসনের দাবি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের স্বার্থে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।