কারুরে পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ

প্রতিনিধিত্বমূলক চিত্র

তামিলনাড়ুর কারুরে দক্ষিণী অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বচ্ছতা বজায় রাখতে সিবিআই তদন্তের পাশাপাশি একটি ৩ সদস্যের কমিটিও গঠন করে দেওয়া হয়েছে তদন্তের তদারকির জন্য। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টেরই প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগী। তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে কমিটিতে ২ জন আইপিএস অফিসার থাকবেন। তাঁরা তামিলনাড়ুর ক্যাডার হতে পারেন, কিন্তু তামিল বা সেখানকার স্থায়ী বাসিন্দা হলে চলবে না।

তিন সদস্যের এই কমিটি পদপিষ্টের ঘটনার সঙ্গে সম্পর্কিত যে কোনও বিষয়ে তদন্ত করতে পারবে। সিবিআই-কে প্রতি মাসের তদন্তের আপডেট আদালতে জমা করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানিয়েছেন, এই কমিটির সদস্যরা কোনও প্রমাণ ফের পর্যালোচনা করার মতো নির্দেশ দিতে পারে সিবিআই-কে।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ বলেছে, ‘এই ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলেছে এবং গোটা জাতিকে নাড়া দিয়েছে।’


তামিলাগা ভেত্তরি কাজহাগাম তথা টিভিকে প্রধান বিজয়ের সভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। আহত হন শতাধিক মানুষ।গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের সভা ছিল। সেখানেই এই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পরেই অকুস্থল ছেড়ে চলে যাওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন বিজয়। যদিও পরে তিনি দাবি করেছেন, ওই সময় তিনি ঘটনাস্থল না ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তামিলনাড়ুর কারুরের সেই মর্মান্তিক ঘটনায় এ বার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট।

মাদ্রাজ হাইকোর্টের ৩ অক্টোবরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল টিভিকে। হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র রাজ্য পুলিশ অফিসারদের নিয়ে একটি এসআইটি গঠন করা হয়েছিল। পাশাপাশি টিভিকে এবং বিজয়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্যও করা হয়। টিভিকে তখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি জানায়। তাদের যুক্তি ছিল, শুধুমাত্র তামিলনাড়ুর পুলিশের কর্মকর্তাদের দিয়ে তদন্ত পরিচালিত হলে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

টিভিকে-র আবেদনের ভিত্তিতে সোমবার এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এদিন মাদ্রাজ হাইকোর্টের নির্দেশেরও সমালোচনা করেছে শীর্ষ আদালত।কেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্তের আবেদন খারিজ করে শুধু মাত্র সিট গঠন এবং এসওপি তৈরি করার নির্দেশ দেন তা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

এই ঘটনায় বিজয়ের দলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল ডিএমকে। পাল্টা ডিএমকে প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অব্যবস্থার অভিযোগ করেছেন বিজয়। তাঁর দাবি, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, পুলিশের লাঠিচার্জ এবং পাথর ছোড়াছুড়ি শুরু হওয়ার কারণেই এই বিপর্যয়।

যদিও এই অভিযোগ মানেনি পুলিশ। বরং পুলিশের তরফে দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত ভিড় এবং বিজয় অনেক দেরিতে সভাস্থলে আসার কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রবিবার তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক নেতা তথা সুপারস্টার অভিনেতা বিজয়কে দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। দুপুর আড়াইটের সময় সভায় পৌঁছনোর কথা থাকলেও, বিজয় সেখানে পৌঁছন সন্ধে নাগাদ। ততক্ষণে সভাস্থলে মাত্রাতিরিক্ত ভিড় জমে যায়। জানা যায়, মাত্র ১০ হাজার জনকে নিয়ে সভা করার অনুমতি পেয়ে থাকলেও টিভিকের সভায় ৩০ হাজারেরও বেশি মানুষ চলে আসেন। পর্যাপ্ত খাবার ও জলের ব্যবস্থা না থাকার পরে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো ঘটনা ঘটে।