সেনার পোশাকে ব্যাঙ্কে ডাকাতি, ৫৮ কেজি সোনা ও ৮ কোটি টাকা লুট

প্রতিনিধিত্বমূলক চিত্র

কর্ণাটকের বিজয়পুরা শহরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার সন্ধ্যায় দেশি পিস্তল দেখিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ে ডাকাতদল। তাঁরা প্রথমে কর্মীদের মারধর করে, পরে তাঁদের চেয়ারের সঙ্গে বেঁধে সোনা ও নগদ টাকা লুটে নেয়। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ। সেই সময় ব্যাঙ্ক বন্ধ করার কাজ চলছিল। অভিযুক্তরা সেনার পোশাক পরা ছিল বলে দাবি করেছেন ব্যাঙ্কের কর্মীরা। তাঁরা সরাসরি ম্যানেজারের চেয়ারে চলে আসে এবং কোষাধ্যক্ষের সামনে পিস্তল দেখিয়ে ভয় দেখায়। এরপর সকল কর্মীকেই বেঁধে ফেলা হয়। অভিযোগ, বিপদঘণ্টি বাজানোর সুযোগও পাওয়া যায়নি।

কয়েক মিনিট ধরে ডাকাতদলটি ব্যাঙ্কে তাণ্ডব চালায় এবং ৫৮ কেজি সোনা ও ৮ কোটি টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ডাকাতদলটি একটি গাড়ি ব্যবহার করেছিল, যা পরবর্তীতে একটি রাস্তায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁরা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্ণাটক ও মহারাষ্ট্রের পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশি ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে।

উল্লেখ্য, গত জুন মাসেও বিজয়পুরা শহরের কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় ডাকাতি হয়েছিল। সেই ঘটনায় ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুট হয়েছিল। সেবার ডাকাতদলের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে গ্রেপ্তার হন কয়েকজন ব্যাঙ্ক কর্মী ও ম্যানেজার। কয়েক মাসের মধ্যে আবার একই শহরে এই ধরনের ডাকাতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।