হায়দরাবাদের এক স্টার্ট আপে সংস্থার বিশেষ পদে যোগদান করেছে সে। সেই পদের শীর্ষ স্থানে রয়েছে ডেনভার। পদের নাম ‘চিফ হ্যাপিনেস অফিসার’। তবে এই কর্মচারী হল এক খুদে, দুষ্টুমিতে ভরা, আর সবার মন কেড়ে নেওয়া এক গোল্ডেন রিট্রিভার। নাম তার ডেনভার। হায়দরাবাদের ওই সংস্থায় সবার মন কেড়ে নিয়েছে সে। ডেনভারের ওই সংস্থায় যোগ দেওয়ার খবর নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল আরেপাকা। এরপর থেকেই ডেনভারে কীর্তিকলাপ সমাজ মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ে। এমন সুন্দর একটি খবরের পোস্টে আসছে নানারকম সুন্দর, মনভরানো মন্তব্য।
হায়দরাবাদের ওই সংস্থার নাম ‘হার্ভেস্টিং রোবোটিক্স’। কৃষকদের প্রয়োজনীয় লেসার প্রযুক্তি তৈরির কাজ করে থাকে সংস্থাটি। সম্প্রতি সেখানেই কর্মী হিসাবে যোগ দিয়েছে গোল্ডেন রিট্রিভার। পেয়েছে চিফ হ্যাপিনেস অফিসারের পদে এক্কেবারে মানানসইও হয়েছে। নি্জের কাজে এতটুকু ফাঁক নেই তার। পোস্টে রাহুল লিখেছেন, ‘আসুন, সকলকে আমাদের নতুন সহকর্মী ডেনভারের সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি আমাদের সংস্থার সিএইচও। উনি কোডিং করেন না, কোনও কিছুর পরোয়া করেন না। উনি রোজ আসেন আর আমাদের সবার হৃদয় জয় করে নেন!’ তবে ডেনভার এই সংস্থার সেরা সুযোগ-সুবিধা উপভোগ করে বলে জানিয়েছেন রাহুল!
সহ-প্রতিষ্ঠাতার কথায়, ডেনভারের উপস্থিতি অফিসে সবার মনোবল ও উতসাহ বাড়িয়ে তুলেছে।