নীরব-মেহুলদের গড-ফাদার মোদি, ট্যুইটারে তীব্র আক্রমণ আইপিএস সঞ্জীব ভাটের

নীরব-মেহুলদের গড-ফাদার মোদি, ট্যুইটারে তীব্র আক্রমণ আইপিএস সঞ্জীব ভাটের

ফের নরেন্দ্র মোদিকে নিশানা করলেন আইপিএস সঞ্জীব ভট। এবার নরেন্দ্র মোদিকে নীরব মোদি, মেহুল চোকসির গডফাদার বলে আখ্যা দিলেন। তাঁর নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে এই আক্রমণ শানিয়েছেন সঞ্জীব।
একটি বংশপঞ্জী এঁকে দেখিয়েছেন, শিল্প মহলের দুর্নীতিবাজেরা কিভাবে কার সাথে জড়িত। আদানি গ্রুপের কর্তারা থেকে শুরু করে নীরব মোদি, মেহুল চোকসি তো আছেনই, সেই সঙ্গে আছেন আম্বানী ভাইরা থেকে শুরু করে শিল্পপতি মেহেতা পরিবার ও ২২ তারিখে সিবিআইয়ের হাতে গ্রাফতার হওয়া বিক্রম কোঠারিও।
সঞ্জীব ভাট তার করা এই পোস্টটিতে বংশ তালিকায় সবচেয়ে উপরে রেখেছেন নরেন্দ্র মোদিকে। তাঁর দাবি এই সন ঋণ খেলাপি শিল্পপতিদের আসল গডফাদার বর্তমান প্রধানমন্ত্রী।
এমনকি পোস্টে ক্যাপসন লিখতে গিয়েও কড়া ভাষায় মোদিকে আক্রমণ করেছেন সঞ্জীব ভাট। তাঁর চরিত্রের এই দিকটা দেশবাসী প্রথম প্রত্যক্ষ করেছিল ২০০২ সালে গোধরা দাঙ্গার সময়।
সঞ্জীব গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহদের টেনে আদালতে নিয়ে গিয়েছিলেন। সঞ্জীবের এমন পোস্ট দেশে মোটেই অবাক হননি তাঁর সহকর্মীরা। তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।