চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সূত্রের খবর, পুতিনের আসার দিন প্রায় চূড়ান্ত। ডিসেম্বর মাসের ৫ তারিখেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতন।
রাশিয়ার তেল কেনার কারণেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত হারে শুল্ক বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীর জন্মদিনে ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছিলেন। নরেন্দ্র মোদীকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধনও করেছিলেন। তবে বাণিজ্য চুক্তি এবং শুল্ক কমানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে খবর।
সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে গিয়ে চিনের প্রেসিডেন্ট ছাড়াও পুতিনের সঙ্গেও আলাদা করে কথা বলেন মোদী। তার আগে, আগস্টে মস্কো গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তখনই জানা গিয়েছিল যে, ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তখন পুতিনের আসার দিন ঠিক হয়নি। সূত্রের খবর, সম্ভবত ৫- ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট।