লাল-নীল বাতির কনভয়ে ঘুরে বেড়ানো ভুয়ো আইএএস ধৃত লখনউয়ে

ফাইল ছবি।

লাল-নীল বাতি লাগানো একাধিক বিলাসবহুল গাড়ির কনভয়, ‘গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ’ লেখা প্লেট, গাড়িতে বসা ধোপদুরস্ত যুবক, সব মিলিয়ে একেবারে হাই-প্রোফাইল সরকারি আমলার ছায়া। কিন্তু সবটাই ছিল সাজানো নাটক। নিজেকে আইএএস অফিসার বলে দাবি করে বহুদিন ধরেই সরকারি সুবিধা ভোগ করা এক ভুয়ো আমলাকে অবশেষে গ্রেপ্তার করল লখনউ পুলিশ।

বৃহস্পতিবার সকালে লখনউয়ের কার্গিল শহিদ পার্কের সামনে নাকা তল্লাশির সময় পুলিশ একটি কালো বিলাসবহুল গাড়ির কনভয় আটকায়। প্রতিটি গাড়ির মাথায় লাল ও নীল বাতি, সামনে সরকারি লেখা। সবকিছু দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি থামতেই তাতে বসা এক যুবক চরম ঔদ্ধত্য দেখিয়ে নিজেকে আইএএস পরিচয় দিয়ে পুলিশকে হুমকি দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করবেন বলেও হুমকি দেন তিনি।

ওয়াজিরগঞ্জ থানার কর্তব্যরত আধিকারিকেরা ওই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তদন্তে জানা যায়, ধৃতের নাম সৌরভ ত্রিপাঠী, বাড়ি নয়ডার গৌতমবুদ্ধ নগরে। তিনি কম্পিউটার সায়েন্সে বিটেক করে একটি এনজিও শুরু করেছিলেন। সেই সূত্র ধরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যোগাযোগ তৈরি করেন। এরপর থেকেই নিজেকে ‘আইএএস সৌরভ’ পরিচয়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে হাজির হতে শুরু করেন তিনি।


পুলিশ জানিয়েছে, সৌরভের গাড়ি থেকে একাধিক ভুয়ো সরকারি পরিচয়পত্র, স্ট্যাম্প, ভিআইপি পাস এবং প্রোটোকল সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। এমনকি সমাজমাধ্যমে ‘আইএএস সৌরভ’ নামে অ্যাকাউন্ট চালিয়ে সরকারি বৈঠক ও অনুষ্ঠানে নিজের উপস্থিতির ছবিও পোস্ট করতেন তিনি।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই পরিচয়কে ব্যবহার করে সরকারি আধিকারিকদের প্রভাবিত করে নানা রকম সুযোগ সুবিধা ভোগ করতেন সৌরভ। কেউ কেউ সন্দেহ করলেও তাঁর দাপটের সামনে মুখ খুলতে সাহস পাননি। পুলিশ সৌরভের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলেও।