সিওয়ানের প্রতাপপুরে ভোট দিলেন আরজেডি প্রার্থী ওসামা

ছবি: এএনআই

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সিওয়ানের প্রতাপপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ওসামা। কি নামটা শুনে একটু চমকে উঠলেন তো! না না, ইনি আলকায়েদার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের কেউ নন। ইনি হলেন, আরজেডি প্রার্থী ওসামা সহাব। এদিন সকালেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বুথে পৌঁছে যান এবং ভোট দেন। এরপর ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি মানুষের কাছে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান।

ওসামা সহাব বলেন, ‘গণতন্ত্রে ভোটই সবচেয়ে বড় শক্তি। মানুষের আশীর্বাদ নিয়েই ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে আমরা লড়ছি।’ তিনি দাবি করেন, প্রতাপপুরের মানুষ উন্নয়ন, কর্মসংস্থান এবং নিরাপত্তার ইস্যুকে গুরুত্ব দিয়ে ভোট দিচ্ছেন।

এই ভোটগ্রহণ কেন্দ্রে কড়া নিরাপত্তা ছিল। সকাল থেকেই প্রতাপপুরের বিভিন্ন কেন্দ্রে ভালই ভিড় দেখা গিয়েছে। প্রথমবারের ভোটারদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচন দপ্তর জানিয়েছে, প্রতাপপুরে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিওয়ান ও তার আশপাশের অঞ্চলে আরজেডি বনাম এনডিএ জোটের লড়াই এ বারও উত্তপ্ত। ওসামা সহাবের ভোটদানকে কেন্দ্র করে স্থানীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। ভোটের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতাপপুরের ফল কোনদিকে মোড় নেয়, এখন তা দেখার বিষয়।