প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর খুলল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হল আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট। একই সঙ্গে ‘চিনের গ্লোবাল টাইম্‌স’ এবং তুরস্কের ‘টিআরটি ওয়ার্ল্ড’-এর এক্স অ্যাকাউন্টও রবিবার রাতে ফের সক্রিয় হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেই অ্যাকাউন্টগুলি আবার চালু হয়েছে।

শনিবার রাত থেকে হঠাৎ করেই ভারতীয় ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় ওই এক্স অ্যাকাউন্টগুলি। অ্যাকাউন্ট খুললে দেখা যাচ্ছিল, ‘আইনি দাবির কারণে অ্যাকাউন্টটি ভারতে নিষ্ক্রিয় রয়েছে।’ কিন্তু সেই আইনি দাবির উৎস বা ব্যাখ্যা তখনও স্পষ্ট ছিল না।

উল্লেখ্য, এই তিনটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট অবশ্য খোলা যাচ্ছিল। শুধুমাত্র এক্স অ্যাকাউন্টে ভারতীয় দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে বহু ভারতীয় পাঠক, যাঁরা নিয়মিত এই অ্যাকাউন্টগুলির সংবাদ ও বিশ্লেষণ অনুসরণ করেন, তাঁরা সমস্যায় পড়েন।


রবিবার দুপুরের পর এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় কেন্দ্র। সরকারি মুখপাত্র বলেন, ‘এই অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় রাখার বিষয়ে ভারত সরকারের কোনও সরাসরি নির্দেশ ছিল না। এক্স কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।’ এর কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টগুলি ফের চালু হয়ে যায়।

সূত্রের খবর, এই নিষ্ক্রিয়তার পিছনে রয়েছে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপট। গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার জবাবে ভারত ৬ মে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। সেই সময় কেন্দ্র কিছু বিদেশি অ্যাকাউন্ট ভারতে নিষ্ক্রিয় করতে বলেছিল, যার মধ্যে রয়টার্স, গ্লোবাল টাইম্‌স ও টিআরটি ওয়ার্ল্ডের নামও ছিল।

তবে তখন সেই নির্দেশ কার্যকর না হলেও, পরে সেটিই সাময়িকভাবে কার্যকর করা হয় বলে অনুমান করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আর প্রাসঙ্গিক নয় বলেই মনে করছে সরকার। তাই অ্যাকাউন্টগুলি খুলে দিতে এক্স-এর সঙ্গে যোগাযোহ করা হয়।