রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল

প্রতীকী ছবি (Photo: AFP)

আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল কেন্দ্র। করােনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বাের্ড (সেন্ট্রাল বাের্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি)-র তরফে জানানাে হয়েছে।

গত মে মাসে সিবিডিটি’র তরফে জানানাে হয়েছিল, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা চলতি বছরে ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছিল। সেই সঙ্গে অডিটের কাজের জন্য সময়সীমা বাড়ানাে হয় ৩০ নভেম্বর পর্যন্ত।