দেশের ৬টি রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল

দেশের ৬টি রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার। ১১ নভেম্বর বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রণের পাশাপাশি উপনির্বাচন হয় দেশের ৬টি রাজ্য- রাজস্থান, পাঞ্জাব, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম, এবং ওড়িশা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ওকাশ্মীরের ২টি বিধানসভা কেন্দ্রে। জম্মু ও কাশ্মীরের  বাদগাম কেন্দ্রে জিতেছেন জম্মু-কাশ্মীর পিপল’স্ ডেমোক্রেটিক পার্টির আগা সৈয়দ মুনতাজির মেহদি। তাঁর ঠিক পরেই রয়েছে ফারুক আবদুল্লার জেকেএনসি।

নাগরোটায় ২৪ হাজার ৬৪৭ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবযানী রানা। দ্বিতীয় স্থানে জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির হর্ষ দেব সিং।  এদিকে তেলেঙ্গানার জুবিলি হিলস্ ও রাজস্থানের অন্ত- এই দুই রাজ্যে ২টি বিধানসভা আসনে বিপুল ভোটে জিতেছে কংগ্রেস প্রার্থীরা।

রাজস্থানের বারান জেলার অন্ত বিধানসভায় কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভায়া জয়ী হয়েছেন ১৫ হাজার ৬১২ ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপির মোরপাল সুমন। পাঞ্জাবের তরন তারন বিধানসভায় আম আদমি পার্টির হরমিত সিং সান্ধু  ৪২ হাজার ৬৪৯ ভোটে  জয়ী হয়েছেন।  তিনি ১২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন দ্বিতীয় স্থানে থাকা শিরোমণি অকালি দলের সুখবিন্দর কৌরকে। তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৫৮টি ভোট।


ঝাড়খণ্ডের ঘাটশিলা কেন্দ্র নিজেদের দখলে রেখেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। গত ১১ নভেম্বর ভোট হয়েছিল ঝাড়খণ্ডের ঘাটশিলায়। এই বিধানসভায় ঝাড়থণ্ড মুক্তি মোর্চার সোমেশ চন্দ্র সোরেন ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন। মিজোরামের মিজো ন্যশনাল ফ্রন্ট ডাম্পা বিধানসভা আসনে জয়ী হয়েছেন আর লালথাঙ্গলিয়ানা। তবে উল্লেখযোগ্য হল দ্বিতীয় স্থানে থাকা জোরাম পিপল’স মুভমেন্ট পার্টির ভানলালসাইলোভার সঙ্গে তাঁর পার্থক্য মাত্র ৫৬২টি ভোটের।