রেপো রেট পরিবর্তিত হচ্ছে না, বাড়ি-গাড়ির ইএমআই-এ স্বস্তি

প্রতিনিধিত্বমূলক চিত্র

আমজনতাকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ৫.৫ শতাংশেই স্থির রইলো রেপো রেট। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা এমনটাই জানিয়েছেন। চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করার দিন রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে স্বস্তি মিলেছে বাড়ি-গাড়ির ঋণ গ্রহীতাদের মধ্যে। কারণ রেপো রেট বৃদ্ধি না পাওয়ায় বাড়ি-গাড়ির ইএমআই আপাতত বাড়ছে না।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতির জেরে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ভারতেও তার কম-বেশি প্রভাব পড়েছে। সেজন্য আশঙ্কা করা হয়েছিল, ভারতে রেপো রেট সামান্য বৃদ্ধি পেতে পারে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রেখে স্বস্তি দিয়েছে দেশের সাধারণ মানুষকে।

এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের পূর্বাভাস দিয়েছেন। সেই পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি ৬.৫ শতাংশে পৌঁছবে।


উল্লেখ্য, গত ৪ আগস্ট থেকে শুরু হয় মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক। আরবিআইয়ের গভর্নর সেই কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।