সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসূত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিল বিহার কংগ্রেস। সেই ভিডিয়োতে দেখে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মা-কে। সেই ভিডিও নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সেই ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্থরী।
কিছুদিন আগে গোটা বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বারভাঙায় রাহুলের শোভাযাত্রা পৌঁছনোর আগে একটি স্বাগত মঞ্চ থেকে মোদীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কাটতে না-কাটতেই মোদী ও তাঁর মা হীরাবেনের মধ্যে কল্পিত কথোপকথনের একটি অ্যানিমেশন ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয় বিহার কংগ্রেসের তরফে।
গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার শাখা ৩৬ সেকেন্ডের এই ভিডিও দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন। স্বপ্নে তাঁর মা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে মোদীর রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি এবং এনডিএ জোটের নেতৃত্ব এর তীব্র নিন্দা করে।
কৃত্রিম মেধার সাহায্যে ওই ভিডিয়ো বানানোর নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলে সরব হয় বিজেপি। বিজেপির বক্তব্য, এ হল কংগ্রেসের বিকৃত মানসিকতার পরিচয়। পুলিশে অভিযোগ দায়ের করেছিল পদ্মশিবির। কংগ্রেসের বিরুদ্ধে দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন এক বিজেপি নেতা।
অভিযোগকারীর দাবি, ওই ভিডিওটি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি নৈতিকতা এবং মহিলাদের মর্যাদাকেও লঙ্ঘন করেছে। পিটিআই অনুসারে, ওই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬, ৩৪০(২), ৩৫২, ৩৫৬(২) এবং ৬১(২) ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। এ বার সেই ভিডিয়ো সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল পাটনা হাইকোর্ট।