পতঞ্জলি ফুডস, জনপ্রিয় পণ্য ‘নিউট্রেলা সয়া চাঙ্কস’ নিয়ে অপপ্রচারের অভিযোগে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রামদেব। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ট্রাস্টিফায়েড সার্টিফিকেশন’-এর এক এপিসোডে দাবি করা হয়েছে, পতঞ্জলির নিউট্রেলা সয়া বড়ি নাকি সেফটি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এই ভিডিওকে মিথ্যা ও সম্মানহানিকর বলে দাবি করে ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে পতঞ্জলি।
সংস্থার তরফে অভিযোগ, ওই ভিডিও প্রকাশের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে এবং কোম্পানির সুনাম ও ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণে ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে পতঞ্জলি ফুডস। পাশাপাশি, অবিলম্বে ওই বিতর্কিত এপিসোড ডিলিট করার আবেদনও জানানো হয়েছে।
মুম্বই হাইকোর্টের বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। পতঞ্জলির আইনজীবীর আবেদনের পরেই চ্যানেলের পক্ষে প্রাথমিক আপত্তি জানানো হয়। চ্যানেলের আইনজীবী ভার্চুয়ালি হাজির থেকে বলেন, এটি একটি বাণিজ্যিক মামলা, ফলে তড়িঘড়ি শুনানির প্রয়োজন নেই। তিনি আরও জানান, ওই ভিডিও প্রথম প্রকাশিত হয় ২৯ ডিসেম্বর ২০২৪ সালে। পতঞ্জলি বিষয়টি জানে ২০২৫ সালের জানুয়ারিতে, কিন্তু নোটিস পাঠানো হয় অনেক পরে, ৪ মার্চ। তার জবাব ১০ মার্চ দেওয়া হলেও এরপর দীর্ঘদিন কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
পতঞ্জলির আবেদনে বলা হয়েছে, সংস্থাটি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক জীবনযাত্রাভিত্তিক খাদ্যপণ্য তৈরি করে, যার উপর মানুষের আস্থা রয়েছে। ওই ভিডিওতে করা দাবি শুধু মিথ্যা নয়, অপমানজনকও। নিরামিষভোজী ও প্রাকৃতিক খাদ্যে বিশ্বাসী মানুষের নিত্যপ্রয়োজনীয় উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিউট্রেলা সয়া চাঙ্কসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ধার্য করেছে।