ভারতবর্ষ কংগ্রেসমুক্ত হলে তবেই দারিদ্রমুক্ত হবে: রাজনাথ সিং

রাজনাথ সিং(ছবি- PIB)

ভারতবর্ষ যেদিন কংগ্রেসমুক্ত হবে,সেদিন ভারতবর্ষ দারিদ্র মুক্ত হবে–কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্য করে বলেন,কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে,কিন্তু তা পূরণ করেনি।যদি কেউ দারিদ্র ঘােচাতে চান,তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।কোলায়াতে দলের প্রার্থী অর্জুন রাম মেঘওয়ালের সমর্থনে প্রচারে গিয়ে রাজনাথ বলেন,ইতিহাসের পাতা উল্টে দেখুন, আপনারা দেখতে পাবেন কংগ্রেস প্রতিশ্রুতি দিয়ে গেছে,কিন্তু একটাও পুরণ করেনি।দেশ থেকে দারিদ্র্য কিভাবে মুছে ফেলতে হয়,তার জন্য প্রধানমন্ত্রী মােদির থেকে শিক্ষা নিতে হবে।যেদিন ভারতবর্যকে কংগ্রেসমুক্ত করা হবে,সেদিন ভারত দারিদ্র্যমুক্ত হবে তিনি বলেন,’ভারতবর্ষ কিন্তু এখন আর দুর্বল নয়,তবুও বিরােধরা প্রশ্ন করেন ভারতের বিমান হামলায় কত জঙ্গির মৃত্যু হয়েছে’।