মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় ডাইইথিলিন গ্লাইকল মেশানো কফ সিরাপে শিশুদের মৃত্যুর ঘটনার পর রাজস্থানে জারি হয়েছে কড়া সতর্কবার্তা। রাজ্যের ওষুধ নিয়ন্ত্রক দপ্তরের প্রধান ডা. টি. শুভমঙ্গলা জানালেন, রাজস্থানে ‘কোল্ডরিফ’ নামের ওষুধের কোনও চালান আসেনি এবং রাজ্যে বিক্রি হওয়া ওই সিরাপের নমুনা পরীক্ষায়ও কোনও ত্রুটি ধরা পড়েনি।
তিনি বলেন, ‘ছিন্দওয়াড়ার মৃত্যুর ঘটনায় যে কফ সিরাপে ডাইইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে, তা-ই মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। তামিলনাড়ুর ওষুধ নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগের পর জানা গিয়েছে, কোল্ডরিফ সিরাপ রাজস্থানে ঢোকেনি। কেন্দ্রীয় স্তরে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে— কোন বয়সের শিশুদের কোন ধরনের ওষুধ দেওয়া যাবে। রাজ্যের সমস্ত চিকিৎসকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
ডা. শুভমঙ্গলা আরও জানান, অভিভাবকদের প্রতি সরকার স্পষ্ট বার্তা দিয়েছে— চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের কোনও ওষুধ দেওয়া একেবারেই উচিত নয়। তাঁর কথায়, ‘আমরা অভিভাবকদের বলছি, ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনও শিশুকে ওষুধ দেবেন না। নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওষুধ দেওয়া বিপজ্জনক।’
তিনি জানান, রাজ্যের ওষুধ পরীক্ষাগারে ওই সংস্থার সিরাপ পরীক্ষা করা হয়েছে। কিন্তু কোনও ত্রুটি পাওয়া যায়নি। তবে সতর্কতার স্বার্থে রাজস্থান মেডিক্যাল সার্ভিসেস অথরিটি (আরএমএসএ) ওই সংস্থার মোট ১৯টি ওষুধ আপাতত স্থগিত রেখেছে।
ওষুধ নিয়ন্ত্রক দপ্তরের তরফে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাজ্যে শিশুদের জন্য নির্দিষ্ট কাশি ও সর্দির ওষুধগুলির ওপর বিশেষ নজরদারি চালানো হবে। জনস্বাস্থ্য রক্ষায় রাজ্যজুড়ে ওষুধ সরবরাহ ও বিক্রির উপরেও কড়া নজরদারি শুরু হয়েছে।