রাজস্থানের মুখ্যমন্ত্রীর ‘শ্রীকৃষ্ণ-বলরাম গৌ-আরাধনা উৎসব’-এ যোগদান

ফাইল চিত্র

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর স্ত্রী রবিবার দীগ জেলার শ্রী জাদকোর গৌধামে আয়োজিত ‘শ্রীকৃষ্ণ-বলরাম গৌ-আরাধনা উৎসব’-এ অংশ নিলেন। গৌসেবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিপুল ভক্ত সমাগম হয়েছিল।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ ও বলরামের মূর্তির পূজা করেন এবং গরুকে সেবা ও অর্ঘ্য নিবেদন করেন। তিনি গরুর গুরুত্ব ও গরু রক্ষায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, সমাজের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনায় গৌসেবার ভূমিকা অনস্বীকার্য।

ভজনলাল শর্মার স্ত্রী-ও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। উৎসবে ধর্মীয় সংগীত, ভজন ও সাংস্কৃতিক পরিবেশনা ভক্তদের মন জয় করে নেয়। দীগ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ত ও সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎসাহিত হন।


অনুষ্ঠান শেষে স্থানীয় গৌধাম কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীকে স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। মুখ্যমন্ত্রী তাঁদের উদ্যোগকে প্রশংসা করে জানান, রাজ্য সরকার গরু সংরক্ষণ, আশ্রয় ও সেবার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো আরও শক্তিশালী করবে।