সমাজমাধ্যমে এসেছিল বন্ধুত্বের হাতছানি। কথোপকথন শুরু তারপর থেকেই। ধীরে ধীরে এইভাবেই যৌনতার ফাঁদে পা ফেলেছিলেন রেলের এক আধিকারিক। যৌনতার জালে ফাঁসিয়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য ওই আধিকারিকের কাছ থেকে হাতিয়ে নিয়েছিলেন পাকিস্তানি মহিলা। অবশেষে প্রকাশ্যে এসে পড়ল এই ঘটনা। তথ্যপাচারের অভিযোগে রাজস্থানের বিকানের থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই আধিকারিককে।
পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ধৃতের নাম ভবানী সিং। অনলাইনে টাকা উপার্জনের তাগিদে ওই মহিলার সঙ্গে ভবানীর পরিচয় হয়। তারপর সময় যত গড়াতে থাকে ততইআলাপের গভীরতা বাড়তে থাকে। এইভাবে ধীরে ধীরে তাঁকে যৌনতার ফাঁদে ফেলে সেনার তথ্যপাচারের জন্য প্রলোভন দেখানো হয়েছিল। দেওয়া হয়েছিল মোটা টাকার প্রস্তাবও । আর সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন রেলের আধিকারিক।
দিনের পর দিন আইএসআই-এর কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ভবানী এ ভাবেই সেনার তথ্য পাচার করেছেন বলে অভিযোগ। বিষয়টি গোয়েন্দাদের নজরে আসতেই রেল আধিকারিকের গতিবিধির উপর নজরদারি চালানো শুরু করেছিল। পুলিশকেও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল। অবশেষে ভবানী সিংকে গ্রেপ্তার করেছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা।