এবার মহিলাদের জন্য বাম্পার ঘােষণা রাহুল গান্ধির

রাহুল গান্ধি (Photo: IANS)

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একের পর এক জনমােহিনী কর্মসূচি ঘােষণা করেছে কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে।লােকসভা নিজস্ব নির্বাচনে ন্যায় প্রকল্প ঘােষণা করে চমক দিয়েছে বিরােধী শিবির।এবার কাঁদবে রাজস্থানে ঢােলপুরে মহিলাদের জন্য আরও চমক দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।মরুরাজ্যে নির্বাচনী জনসভায় রাহুল জানালেন,পরবর্তী ৫ বছরে দেশের ৫ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৬০ লক্ষ টাকা দেওয়া হবে।

কংগ্রেস ক্ষমতায় এলে ন্যায় প্রকল্পের মাধ্যমে দেশে গরিব পরিবারগুলিকে বিধায়ক বছরে ৭২হাজার ঢাকা দেওয়ার প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল।নুন্যতম আয়ের মাধ্যমে দেশের মানুষের সঙ্গে সুবিচার করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল।তাঁর অভিযােগ ছিল গত ৫ বছরে মােদি সরকার ফেলে দেশের মানুষের সঙ্গে অবিচার করেছে।কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর নেতার সঙ্গে সুবিচারের করা হবে।

মােদি ক্ষমতায় এসে গরিব মানুষদের জন্য ‘জনধন যােজনা’ প্রকল্প চালু ঘটনায় করেন,যাতে শূন্য টাকায় ব্যাঙ্কে তাঁরা অ্যাকাউন্ট খুলতে পারবেন।মােদির এই প্রকল্পকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন,’উনি মানুষের শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছেন।কিন্তু তাতে একটি পয়সাও জমা করেননি।’মােদিকে আক্রমণ করে নিয়ন্ত্রিত রাহুল আরও বলেন,’প্রধানমন্ত্রী প্রত্যেক বছরে অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরােপুরি মিথ্যা এবং অবাস্তব।’


প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি দেশে বেকার যুবকদের চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেকথা উল্লেখ করে কংগ্রেস সভাপতি ঢােলপুর জনসভায় তাতেও অভিযােগ করলেন ‘৫ বছরে দেশে বেকারি বেড়েছে সব থেকে বেশি।২২ লক্ষ সরকারি পদ শূন্য রয়েছে।ভােটে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে তা পূরণ করা হবে।’ন্যায় প্রকল্প নিয়ে বিরােধীরা কংগ্রেসকে বিঁধলেও রাহুল গান্ধির দাবি,কংগ্রেসের ন্যায় প্রকল্প অর্থনীতির চাকায় গতি আনবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে,যুবকদের কাছে নতুন কাজের সুযােগ এনে দেবে।ন্যায় প্রকল্প দেশের অর্থনীতির ‘ডিজেল ইঞ্জিন’ বলে ব্যাখ্যা করেন রাহুল।