গুজরাতে কংগ্রেসের ‘সংগঠন সুজন অভিযান’ সভায় বক্তব্য রাখতে গিয়ে নিচুতলার কর্মীদের এক হওয়ার বার্তা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গুজরাত বিজেপির গড় হিসেবে পরিচিত আর সেখানেই আগামীদিনে ভালো ফল করতে উদ্যোগী কংগ্রেস। সে কারণে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তবে নিচুতলার কর্মীরা যাতে তলায় তলায় বিজেপির হয়ে কাজ না করেন, সেই বার্তাও দিয়েছেন রাহুল। পাশপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, ‘এই রাজ্যে কংগ্রেসের মধ্যে অনেকেই আছেন যাঁরা তলায় তলায় বিজেপির হয়ে কাজ করেন। দলে তাঁদের প্রয়োজন নেই।’ তবে কংগ্রেস যে আগামী দিনে জেলার সভাপতিদের গুরুত্ব দিতে চলেছে সে কথাও উঠে আসে বিরোধী দলনেতার কথায়, ‘এতদিন কংগ্রেস প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা সভাপতিদের গুরুত্ব দিত না। এবার থেকে উল্টোপথে হাঁটবে দল। জেলা সভাপতিদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।’
এদিন দলীয় মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। বিজেপি ও আরএসএসের শক্তঘাঁটি গুজরাতে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর কথায়, ‘একজন ব্যাটার বারবার যদি আউট হতে থাকেন তা হলে প্রশ্ন উঠতেই পারে কেন এমন হচ্ছে। আসলে পক্ষপাতদুষ্ট আম্পায়ার থাকলেই এমনটা হওয়া সম্ভব। এখানেও তাই হচ্ছে।’
রাহুলের মতে, দেশ একটা মন্দির হলে কারা প্রসাদ পাবে আর কারা পাবে না সেটা ঠিক করছে বিজেপি ও আরএসএস। তিনি অভিযোগের সুরে বলেন, পিছিয়ে পড়া অংশের মানুষ মন্দিরে এলে একরকম প্রসাদ আর শিল্পপতিদের জন্য আরেক রকম প্রসাদ দেওয়া হচ্ছে। এই বিভাজন রুখতে গুজরাতে শাসক পরিবর্তন দরকার বলে মনে করেন রাহুল।