পুতিন আসার আগেই দিল্লি পৌঁছেছে তাঁর বিলাসবহুল সাঁজোয়া গাড়ি লিমুজিন, রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা

রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -এর ভারত সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব। দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।  পুতিন আসার আগেই রাশিয়ার শীর্ষ নিরাপত্তাকর্মীদের দল দিল্লিতে পৌঁছে গিয়েছেন। দিল্লি পুলিশ ও এনএসজি-র সঙ্গে একত্রে রাশিয়ার নিরাপত্তা সংস্থা রাজধানীর প্রতিটি রাস্তা ও সম্ভাব্য সফরের জায়গাগুলি খতিয়ে দেখে। পুতিনের কনভয়ের ওপর নজর রাখতে বিশেষ ড্রোন ২৪ ঘণ্টা নজরদারিতে। বিভিন্ন রুটে মোতায়েন করা হয়েছে স্নাইপার। মুখ চিনে নেওয়ার ক্যামেরা , উন্নত জ্যামার ও এআই নজরদারি গোটা নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।  

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতে আসার আগেই দিল্লি পৌঁছে যায় তাঁর বিলাসবহুল সুরক্ষিত গাড়ি লিমুজিন। মস্কো থেকে উড়িয়ে আনা হয়েছে তাঁর এই বিশেষ লিমুজিন গাড়িটি। এটিই তাঁর সরকারি গাড়ি। রাশিয়ার সরকারের কাজে ব্যবহারের জন্য কোরটেজ প্রজেক্টের আওতায়, অস্ত্রশস্ত্র-সম্বলিত বিলাসবহুল লিমুজিন গাড়িটি তৈরি করা হয়। এসসিও সম্মেলনের পর ভারত সফরেও এই ‘অরাস সেনাত’-এর উপরেই ভরসা রাখছেন রুশ প্রেসিডেন্ট।  
গত সেপ্টেম্বরে চিনে এসসিও সম্মেলনের পরে অরাস সেনাত-এ একসঙ্গে যাত্রা করেছিলেন মোদী এবং পুতিন। প্রায় এক ঘণ্টার এই যাত্রায় দুই নেতা দ্বি-পাক্ষিক আলোচনাও সেরেছিলেন। দিল্লির রাস্তায় আবার সেই অরাস সেনাত। দুই দিনের এই ভারত সফরে কোথায় থাকবেন পুতিন ? জানা গিয়েছে, আইটিসি মৌর্য হোটেলটি এখন কঠোর নজরদারিতে রয়েছে।
এই হোটেলের সমস্ত কক্ষ বুক করা হয়েছে, করিডর ব্যারিকেড করা হয়েছে, প্রবেশপথগুলিতেও কড়া নিরাপত্তা রাখা হয়েছে। জানা গিয়েছে, পুতিন আইটিসি মৌর্যের সবচেয়ে বিলাসবহুল চাণক্য স্যুটে থাকবেন, যা বিলাসবহুল চন্দ্রগুপ্ত স্যুটের সঙ্গে তুলনীয়। এই স্যুটটি ৪ হাজার ৬০০ বর্গফুট, যার প্রতি রাতের ভাড়া ৮ থেকে ১০ লক্ষ টাকা। 

জানা গিয়েছে, ইতিহাসের সাক্ষ্য বহন করা হায়দরাবাদে হাউসে প্রথমে অভ্যর্থনা জানানো হবে। ব্রিটিশ আমলে নির্মিত এই প্রাসাদ একসময় ছিল বিশ্বের সবচেয়ে ধনী শাসক, হায়দরাবাদের শেষ নিজাম মীর ওসমান আলি খানের। এই ধনী শাসকের বাড়িতেই তাঁকে আপ্যায়ন করা হবে।