ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিন কয়েক আগেই এই সফরের তথ্য প্রকাশ্যে আসে। এ বার সেই বহুপ্রতীক্ষিত সফরের তারিখ ঘোষণা করেছে ক্রেমলিন। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ৪ ডিসেম্বর ভারতে আসবেন পুতিন। ভারতে তাঁর কর্মসূচি রয়েছে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হবে রুশ প্রেসিডেন্টের। এর মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী দিল্লি। এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা
হতে পারে।
রাশিয়ার তেল কিনে ইতিমধ্যেই আমেরিকার রোষের মুখে পড়েছে ভারত। এখনও সই হয়নি বাণিজ্য চুক্তি। এরইমধ্যে পুতিনের ভারত সফরের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে তাঁর সফরসূচি। চলতি বছরে ভারতে আসার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। কিন্তু তাঁর সফর বাতিল হয়ে গিয়েছে। পুতিনের এই সফর আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।