পুতিনের হাতে দিল্লিতে উদ্বোধন রুশ সরকারি সংবাদমাধ্যমের

প্রতিনিধিত্বমূলক চিত্র

বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটাই তাঁর প্রথম ভারতে সফর। স্বাভাবিক ভাবেই সকলের চোখই তাঁর এই সফরের দিকে রয়েছে। এই সফরের মাঝেই আবার নতুন চমক দিলেন পুতিন। দিল্লিতে উদ্বোধন করলেন  রুশ সরকারি সংবাদমাধ্যম ‘আরটি’-র। পশ্চিমী নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল  দেখিয়ে ভারতের রাজধানীর বুকে রুশ সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় খোলা হল, বলছেন  কূটনৈতিক বিশ্লেষকরা ।
আপাতত চারটি দৈনিক ইংরেজি সংবাদ অনুষ্ঠানের মাধ্যমে ভারত-রাশিয়া সম্পর্ক জোরদার করা এবং  বিশ্বে দুই দেশের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরাই এর মূল লক্ষ্য বলে জানানো হয়েছে আরটি নেটওয়ার্কের তরফে। প্রসার ভারতীর সঙ্গে আগে থেকেই চুক্তি থাকায় আলাদা করে লাইসেন্সের প্রয়োজন পড়েনি। তবে সরকারি বিভিন্ন দপ্তরের ছাড়পত্র লেগেছে, যা মিলেছে সহজেই। অর্থাৎ, ভারতের মাটিতে রুশ সরকারি টিভি চ্যানেলের এই মেগা লঞ্চে সায় রয়েছে ভারত সরকারের।
আপাতত দিল্লির এক পাঁচ তারা হোটেলে তৈরি অস্থায়ী স্টুডিয়ো থেকে যাত্রা শুরু করবে চ্যানেলটি। অত্যাধুনিক স্টুডিয়ো এবং শতাধিক কর্মী নিয়ে এটিই সম্ভবত বিদেশের মাটিতে আরটি নেটওয়ার্কের সবচেয়ে বড় উদ্যোগ হতে চলেছে। এই বিষয়টি সুরক্ষিত রাখার জন্য কঠোর নিরাপত্তা মেইনটেইন করা হচ্ছে |