তামিলনাড়ুতে হিন্দি ব্যবহারে শাস্তি? নয়া বিলের ভাবনায় স্ট্যালিন

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশ জুড়ে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব তামিলনাড়ু। এবার ওই রাজ্যের ডিএমকে সরকার আনতে চলেছে এমনই এক বিল, যেখানে সর্বাধিক গুরুত্ব পেতে চলেছে স্থানীয় ভাষা এবং সংস্কৃতি। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তামিলনাড়ুতে কার্যত সরকারিভাবে নিষিদ্ধ হতে চলেছে হিন্দি। শোনা যাচ্ছে, হোর্ডিং থেকে সাইনবোর্ড, সিনেমা এমনকি গানেও ব্যবহার করা যাবে না হিন্দি ভাষা।

তামিলনাড়ুর স্ট্যালিন সরকার ভাষার অধিকারের লড়াইকে আরও জোরদার করতে এবং দেশজুড়ে হিন্দি ভাষার বাড়বাড়ন্তের বিরুদ্ধেই বিল আনতে চলেছে। তবে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলেও দাগিয়ে দিচ্ছেন বিরোধীদের একাংশ। তবে ডিএমকে সরকারের তরফে জানানো হয়েছে, বিল এলেই বোঝা যাবে বিলে এমন কিছুই থাকবে না, যা সংবিধান বিরোধী। ডিএমকে নেতা টি কে এস ইলানগোভান এই প্রসঙ্গে বলেন, ‘আমরা সংবিধানের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। সংবিধান মেনেই চলবে সরকার। আমরা কেবল হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধী’।

প্রসঙ্গত, আঞ্চলিক ভাষার প্রাধান্য বেশি যে রাজ্যগুলিতে, সেখানে হিন্দি নিয়ে দ্বন্দ্ব আজকের নয়। ভারতের ত্রিভাষা তত্ত্বের মাধ্যমে অহিন্দি রাজ্যগুলির উপর জোরপূর্বক হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে সরব হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এই আগ্রাসনের মুখে বহু আঞ্চলিক ভাষা হারিয়ে যেতে চলেছে, খর্ব হচ্ছে মাতৃভাষার গর্বও।


এই অভিযোগকে সামনে রেখেই, রাজ্যে আঞ্চলিক ভাষার গুরুত্ব সর্বাধিক করার প্রয়াসে আসছে নতুন বিল। ঠিক এই একই বিরোধিতায় মাঝেমধ্যেই সরব হয়ে ওঠে পশ্চিমবঙ্গও। দক্ষিণী ছবি এবং বলিউডের দাপটে কোণঠাসা হয়ে রাজ্যে স্লোগান উঠেছিল, ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’। এবার সেই পথেই হাঁটতে চলেছে তামিলনাড়ু।