দিল্লি বিস্ফোরণে প্রাণহানিতে শোক প্রকাশ প্রিয়াঙ্কা চোপড়ার

ছবি: এনএনআই

দিল্লির লালকেল্লা মেট্রো স্ট্রেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এত ভয়, বিশৃঙ্খলা আর মর্মান্তিকতা… যাঁরা এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই।’ সামাজিক মাধ্যমে তাঁর এই শোকপ্রকাশ দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের অনেকেই তা নিয়ে প্রতিক্রিয়া জানান।

রাজধানীর এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রিয়াঙ্কা উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের নৃশংস ঘটনার ফলে যে মানসিক আঘাত, আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়, তার বিরুদ্ধে সমাজকে একসঙ্গে দাঁড়াতে হবে বলেও তিনি মনে করেন। অভিনেত্ৰীর বক্তব্য অনুযায়ী, ‘এ ধরনের অমানবিক ও সহিংসতা শুধু প্রাণ কেড়ে নেয় না, মানুষের মনে স্থায়ীভাবে ভীতির সঞ্চার করে।’

প্রসঙ্গত, এই ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। বিস্ফোরণের প্রকৃতি, ব্যবহৃত বিস্ফোরক, ঘটনাস্থলে পাওয়া ধাতব অংশ— সবকিছু মিলিয়ে তদন্ত দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং সন্দেহজনক ব্যক্তির চলাচলে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।


এই ভয়াবহ ঘটনার পরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের পাশাপাশি দেশ–বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বও শোকপ্রকাশ করেছেন। তাঁদের মধ্যে প্রিয়াঙ্কার বার্তা আলাদা করে গুরুত্ব পেয়েছে। কারণ তিনি এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছেন, যা গভীরভাবে তাঁর অনুরাগীদের হৃদয় স্পর্শ করেছে।

বিস্ফোরণের পর প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, আচমকা প্রবল শব্দ, ধুলো, আতঙ্ক এবং চারদিকের বিশৃঙ্খলা, ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়। নিহত ও আহতদের পরিবারে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।