বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব, মঙ্গলবার যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। শতদ্রু, বিপাশা, ইরাবতী-সহ একাধিক নদীর জল ফুলে ওঠায় এই রাজ্যের প্রায় দু’হাজার গ্রাম এখনও জলমগ্ন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নিতে আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর গুরুদাসপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির পাঞ্জাব শাখা এক্স হ্যান্ডলে পোস্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী বন্যায় বিধ্বস্ত গ্রাম পরিদর্শন করবেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শুনবেন।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে পাঞ্জাবের কৃষকদের পাশে দাঁড়ানো হবে। সূত্রের খবর, প্লাবনের ফলে কৃষিক্ষেত্রে জমে থাকা পলি অপসারণ এবং পশুর মৃতদেহ দ্রুত সরানোর বিষয়েও প্রধানমন্ত্রী বার্তা দিতে পারেন। পাশাপাশি, শতদ্রু, বিপাশা, ইরাবতী এবং ঘাগ্গর নদীর তীর থেকে বছরের পর বছর ধরে বেআইনি বালি তোলার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই বিষয়েও আলোচনা হতে পারে।

শনিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, পাঞ্জাবে বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৪৬ জনের। এর মধ্যে হোসিয়ারপুর এবং অমৃতসরে সর্বাধিক সাত জন করে প্রাণ হারিয়েছেন। পাঠানকোটে ছ’জন, বর্নালায় পাঁচ জন, আর লুধিয়ানা ও ভাটিন্ডায় চারজন করে মৃত্যু হয়েছে।


বিজেপির পাঞ্জাব শাখার সভাপতি সুনীল জাখর জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। বিপর্যয়ের তীব্রতা বুঝে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা ইতিমধ্যেই উদ্যোগী হয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন।’

প্রধানমন্ত্রী মোদীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। আশা করা হচ্ছে, গুরুদাসপুরে গিয়ে তিনি শুধু ক্ষয়ক্ষতির ছবি নেবেন না, পাশাপাশি কেন্দ্রীয় সাহায্য প্যাকেজ সম্পর্কেও বড়সড় ঘোষণা করতে পারেন।