ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০ টাকার কয়েন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি (Photo: Twitter/@BJP4India)

একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০ টাকার কয়েন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। এই কয়েন বিজয়া রাজে সিন্ধিয়ার সম্মানে জারি করেছেন তিনি। বিজয়া রাজে সিন্ধিয়া গােয়ালিয়ারের রাজমাতা হিসেবে পরিচিত। তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রকাশ করলেন তাঁর নামাঙ্কিত ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা।

অর্থমন্ত্রকের তরফে এই কয়েন তৈরি করা হয়েছে। কয়েন উদ্বোধনের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধিয়া পরিবারের সদস্যরা।

উল্লেখ , কয়েনের দুই দিক বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ছবি রয়েছে। উপরে লেখা রয়েছে ‘শ্রীমতি বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতবর্ষ’। নীচের দিকে ইংরেজিতে লেখা রয়েছে। কয়েনের এই দিকে জন্মের সাল ১৯১৯ লেখা রয়েছে। অন্যদিকে ইংরেজিতে ভারত লেখা রয়েছে। কয়েনের দুই দিক বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ছবি রয়েছে। উপরে লেখা রয়েছে ‘শ্রীমতি বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতবর্ষ’।