প্রধানমন্ত্রী মােদির ব্যাঙ্ক ব্যালেন্স

গত বছরের তুলনায় এই বছর প্রধানমন্ত্রী মােদি সামান্য ধনী হয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর মােট সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে ৩১ মার্চ, ২০২১ সালের ব্যাঙ্ক ডিটেলস এমনটাই দেখাচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে আপলােড করা সাম্প্রতিক তথ্যে দেখা গেছে — তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ২.৮৫ কোটি থেকে একলাফে ৩.০৭ কোটি টাকা হয়েছে। গত এক বছরে তার আয় ২২ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মােদি সম্প্রতি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ঘােষণা করেছেন। তাতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর ব্যাঙ্কে। ১.৫ লাখ টাকা রয়েছে। তার নগদ টাকার পরিমাণ ৩৬,০০০ টাকা। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গান্ধিনগর ব্রাঞ্চে ফিক্সড ডিপােজিট থেকে আয় বৃদ্ধি ঘটেছে। তার ব্যাঙ্কে ফিক্সড ডিপােজিটের পরিমাণ ১.৮৬ কোটি টাকা। গত বছর ব্যাঙ্কে ফিক্সড ডিপােজিটের পরিমাণ ছিল ১.৬ কোটি টাকা। তিনি শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়ােগ করেননি। তার বদলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৮,৯৩,২৫১ টাকা, লাইফ ইস্যুরেন্স পলিসিতে ১,৫০,৯৫৭ টাকা, ২০,০০০ টাকা ব্যয় কবে এল এন্ড টি ইনফ্রাস্ট্রাকচার ২০১২ সালে কিনেছিলেন। মােদির অস্থাবর সম্পত্তির মুলা ১.৯৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী মােদি কোনও ঋণ নেননি, ফলে ঋণ মেটানাের কোনও দায়বদ্ধতা নেই। তার নিজের নামে কেনা কোনও গাড়ি নেই। চারটি সােনার আংটি রয়েছে, যার মূল্য ১,৪৮ লাখ টাকা। বর্তমানে তার সম্পত্তির মূল্য ১,১০,০০,০০০ টাকা। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কোনও সম্পত্তি ক্রয় করেননি।