বিহারে শুরু হয়ে গেছে ছটপুজোর প্রস্তুতি। শনিবার থেকে শুরু হবে ছট পুজো। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ছট পুজো সংক্রান্ত গান শেয়ার করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, ছটের গান দেশবাসীর সঙ্গে তিনি শেয়ার করবেন। অন্যদিকে বিহারের এক মহিলা ছট পুজোর গানে প্রধানমন্ত্রীকে ‘ভাইয়া’ বলে উল্লেখ করেছেন।
বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের পূর্বভাগে প্রধানত ছট পুজো পালিত হয়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও ছট পুজো হয়ে থাকে। নেপালের একাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা এই উৎসব পালন করেন। সূর্য দেবতা ও ছঠি মাইয়ার পুজো করা হয় ছট উৎসবে। সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা করা হয় এই পুজোর মাধ্যমে। ছট উৎসবের অন্যতম অংশ ছঠি মাইয়াকে উৎসর্গ করে গান লেখা। বিহারের এক মহিলা এই ছট গানেই প্রধানমন্ত্রী ‘মোদী’কে ভাইয়া বলে উল্লেখ করেছেন।
শুক্রবার সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনের উৎসব ছট পুজো। বিহার এবং দেশজুড়ে ভক্তরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ছঠি মাইয়াকে উৎসর্গীকৃত গানগুলি এই পবিত্র অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়ে তোলে। ছট পুজো সংক্রান্ত গানগুলি আমার সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আগামী কয়েকদিন সেই গানগুলি আমি দেশবাসীর সঙ্গে শেয়ার করব।”
দু’সপ্তাহ বাদেই বিহারে বিধানসভা নির্বাচন। ৬ এবং ১১ নভেম্বর দু’দফায় ভোট হওয়ার কথা। শুক্রবার ভোটের আগেই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। সেই সঙ্গে বিরোধী মহাজোটের তরফে এনডিএ-কে চ্যালেঞ্জ ছোঁড়া হয়। শুক্রবার সেই চ্যালেঞ্জের জবাব দিলেন প্রধানমন্ত্রী। সে রকমই মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করেন মোদী। সেই সভা থেকে বলেন, নীতীশ কুমারের নেতৃত্বেই এনডিএ বিহারে সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও ভোটের পরও নীতীশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, তা স্পষ্ট করেননি তিনি।
তবে বিহারের ভোটযুদ্ধ যে জমে উঠেছে তা দুই তরফের প্রকল্প ঘোষণাতেই বোঝা যায়। নীতীশের ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ মহিলা ভোটার। সেই ভোটব্যাঙ্কে ধস নামাতে আরজেডির তেজস্বী যাদব একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। পিছিয়ে নেই শাসক জোট বিজেপি-জেডিইউও। বিহারের মহিলাদের উন্নয়নের জন্য কিছুদিন আগেই ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ ওই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। সেইসময় তিনি বলেছিলেন, ‘প্রত্যেক ভাই তাঁর বোনেদের সুখী, সুস্থ এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে দেখতে চান। এটাই আপনাদের দুই ভাই মোদী ও নীতীশ কুমার করার চেষ্টা করছেন।‘ এবার ছোট পুজোর মাধ্যমে বিহারের মহিলাদের আরও কাছে বিজেপি-জেডিইউ জোট পেতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।