রাষ্ট্রপতির অম্বালা সফর

ফাইল চিত্র

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার হরিয়ানার অম্বালা এয়ারফোর্স স্টেশন সফরে যাবেন। এই প্রথম দেশের কোনও রাষ্ট্রপতি সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাফালে উড়বেন। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড়ানকে ভারতীয় বিমানবাহিনীর জন্য গর্ব এবং দেশের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০২৩ সালের ৮ এপ্রিল দ্রৌপদী মুর্মু অসমের তেজপুর এয়ারবেসে সুখোই-৩০ এমকেআই-তে চেপে হাওয়াই সফর করেছিলেন। দু’বছর পর তিনি ফের ফাইটার জেটে সফর করবেন। রাফাল ভারতের প্রতিরক্ষা শক্তির প্রতীক। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে এয়ার চিফ মার্শাল এবং সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে।