ডক্টর আম্বেদকর কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Photo: IANS/PIB)

আজ ভারতরত্ন ডক্টর আম্বেদকর কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৪৫.০৪ কোটি টাকা ব্যয়ে স্মৃতিসৌধটি নির্মান করা হবে।

ওই স্মৃতিসৌধে ৭৫০ জন বসতে পারবেন এমন অডিটোরিয়াম তৈরি করা হবে। এছাড়াও গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, গ্যালারি, সংগ্রহশালা, সভাঘরও থাকবে।

কানপুর থেকে দু’দিনের সফরে লখনউ পৌছেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত সপ্তাহে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা রাজ্য সাংস্কৃতিক দফতরের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রস্তাবটি অনুমােদন দিয়েছে।


৫৪৯৩.৫২ বর্গফুট জায়গার ওপর সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হবে। পাশাপাশি, আম্বেদকরের ২৫ ফুট উচু একটি মূর্তি নির্মাণ করা হবে। স্মৃতিসৌধে ক্যাফেটেরিয়া, ডরমেটরি সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা থাকবে।