খোদ গুজরাটে ভোটচুরির অভিযোগে তপ্ত রাজনীতি

প্রতীকী চিত্র

নরেন্দ্র মোদীর গুজরাটেই ভোটচুরির অভিযোগে উত্তাল রাজনীতি। নাভসরি লোকসভা কেন্দ্রে বিজেপির জয়ের নেপথ্যে বড়সড় কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। শনিবার গুজরাট প্রদেশ কংগ্রেস সভাপতি অমিত চাভড়া সাংবাদিক বৈঠকে দাবি করেন, ‘নাভসরির চরিয়াসি বিধানসভা এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখে জানা গিয়েছে, সেখানে প্রায় ৩০ হাজার ভুয়ো ভোটার রয়েছে। রাজ্যে ৫.৬ কোটি ভোটার থাকায় যদি সব কেন্দ্রের তালিকা পরীক্ষা করা হয়, তাহলে ৬২ লক্ষের বেশি ভুয়ো ভোটার সামনে আসবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাভসরি থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। চাভড়ার অভিযোগ, ‘গুজরাট জুড়ে সুচারুভাবে এই জালিয়াতি চালানো হয়েছে। কোথাও ইচ্ছে করে বানান ভুল করা হয়েছে, কোথাও একই ভোটারের জন্য একাধিক আইডি বানানো হয়েছে, আবার কোথাও ঠিকানা পরিবর্তন করে বাড়তি নাম যোগ করা হয়েছে। এটা সাধারণ ভুল নয়, গণতন্ত্রকে ধ্বংস করার সুপরিকল্পিত চক্রান্ত।’

কংগ্রেস জানিয়েছে, বিস্তারিত প্রমাণ হাতে নিয়ে তারা শীঘ্রই নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। একই সঙ্গে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে দলটি।


অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা যজ্ঞেশ দাভে। তিনি বলেছেন, ‘কংগ্রেসের হাতে কোনও প্রমাণ নেই। তারা শুধু রাজনীতি করার জন্য মিথ্যা অভিযোগ করছে। যদি সত্যিই প্রমাণ থাকে, তাহলে সেটা নির্বাচন কমিশনের কাছে পেশ করুক।’

রাজনৈতিক মহলের মতে, গুজরাটে এই অভিযোগ সামনে আসায় রাজ্যে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষত সিআর পাটিলের জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি যে আরও বিতর্ক উস্কে দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।