উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উপর একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা দেখতে পেয়ে গুলি করে নামাল নিরাপত্তা বাহিনী। রাম জন্মভূমি থানায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মন্দিরে প্রবল ভিড়ের মধ্যেই রহস্যজনক এই ড্রোনটিকে আকাশে ঘুরতে দেখে সজাগ হয়ে যায় পুলিশ। ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষিত এই মন্দিরের উপর ড্রোন ওড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করে নামানো হয় ড্রোনটিকে। ড্রোনটি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দেওয়ার পর ভক্তরা এখন রামলালা দর্শনের জন্য অযোধ্যা ও বারাণসীর দিকে রওনা হয়েছেন। গোটা শহরে ভক্তদের ভিড়। এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়েছে। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। অযোধ্যার পুলিশ সুপার মধুবন কুমার সিংহ বলেন, চলমান মহাকুম্ভ চলাকালীন ভক্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরটিকে ৬টি জোন এবং ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে।এই অবস্থার মধ্যেই সোমবার রামজন্মভূমিতে দেখা যায় রহস্যজনক এই ড্রোন। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় একটি বোমা নিষ্ক্রিয়কারী দল। ড্রোনটিকে গুলি করে নামানো হয়।
উচ্চ সতর্কতার রামমন্দির এলাকায় কিভাবে ড্রোনটি এল তা চিহ্নিত করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। বোমা নিষ্ক্রিয়কারী দলও ক্যামেরাটির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালিয়েছে। যদিও তাতে কোনও রকম বিস্ফোরক নজরে আসেনি তদন্তকারীদের। এই ঘটনায় প্রশাসনের দাবি, ভিড়ের মধ্যে আতঙ্ক তৈরি করতে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করছেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই ড্রোন ওড়ানোর পিছনে রয়েছেন এক ইউটিউবার। তাঁর বাড়ি গুরুগ্রামে। রামমন্দিরের ফুটেজ তুলতে ব্যবহার করা হচ্ছিল ড্রোনটি। অভিযুক্ত ওই ইউটিউবারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এর আগেও রামমন্দিরের উপর ড্রোন ওড়ানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। পুরীর জগন্নাথ মন্দিরের উপর ড্রোন ওড়ানোর একটি ঘটনা প্রকাশ্যে আসে এই বছরের শুরুতে। প্রায় আধঘণ্টা ড্রোনটি আকাশে ঘোরার পর উধাও হয়ে যায়। সেই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছিল পুলিশ। জানা যায়, এক ব্লগার মন্দিরের ফুটেজ নিতে এই ড্রোন উড়িয়েছিল। এবার অযোধ্যার রামমন্দিরে এই ড্রোনের ব্যবহার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।