মাস্ক ঠিকমতাে না পরায় দেড় বছরের শিশুকে জরিমানা করল পুলিশ 

প্রতীকী ছবি (Photo: AFP)

ঠিকমতাে মাস্ক পরার জন্য দেড় বছরের এক শিশুকে জরিমানা করা হল। কথাটা শুনতে অবাস্তব মনে হলেও, বাস্তবে এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ওল্ড গালা মান্ডিতে। দেড় বছরের শিশুকে ঠিকমতাে মাস্ক পরানাের জন্য তাঁর অভিভাবকের কাছ থেকে এজন্য নগদ ১০০ টাকা জরিমানা করেছে পুলিশ। 

মধ্যপ্রদেশের হাউজিং বাের্ড কলােনি থেকে গাড়ি নিয়ে ওল্ড গালা মান্ডিতে ফিরছিল এক পরিবার। দেড় বছরের এক শিশুও তাদের সঙ্গে ছিল। গালা মান্ডির কিছু আগে পুলিশের চেকিং চলছিল। সেই সময় পুলিশ তাদের গাড়ি আটকায়। 

এরপর পুলিশ গাড়ির মধ্যে উঁকি মেরে দেখে গাড়ির মধ্যে থাকা দেড় বছরের শিশুর মাস্ক মুখে ছিল না, কান থেকে ঝুলছে। এরপরই পুলিশ ওই পরিবারের লােকদের বলে মাস্ক কীভাবে পরতে হয় এবং পরাতে হয়, আপনারা জানেন না? এভাবে মাস্ক পরলে সংক্রমণের আশংকা থাকে। 


এই পরিবারের লােকদের সচেতন করতে জরিমানা করল পুলিশ কিনা, তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে।