জম্মু থেকে জঙ্গি সন্দেহ করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে তিনি রিয়াসির বাসিন্দা। জম্মুর বাথিন্দি এলাকায় সম্প্রতি বসবাস করছিলেন তিনি। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এখনও ধৃতের সঠিক পরিচয় জানা যায়নি। কাশ্মীরে আবার কোনও নাশকতার ছক কষা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, উনিশ বছর বয়সি ওই যুবক সসন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের যোগাযোগ ছিল তাঁর সঙ্গে। তাঁদের সঙ্গে অনলাইনে পরিচয় হয়েছিল ওই যুবকের। এরপর সন্তাসবাদীরা ওই যুবকের মগজধোলাই করেন। তদন্তকারীদের মতে কাশ্মীরে আবার বড় মাপের হামলার ছক কষছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপর ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এখন তাঁকে জেরা করে আরও তথ্য আদায় করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে এই যুবকের কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।