দিল্লিতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৫, উদ্ধার বিস্ফোরক তৈরির উপকরণ

প্রতীকী চিত্র

রাজধানীতে বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরে তৎপর হয়ে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল সেল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আইইডি সহ বিস্ফোরক তৈরির উপকরণ। পুলিশের প্রাথমিক অনুমান, দেশের মধ্যে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা ছিল ধৃতদের।

দিল্লি পুলিশের সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে এই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ‘তল্লাশি অভিযানের সময় উদ্ধার হওয়া বিস্ফোরক তৈরির উপাদান এবং অন্যান্য নথি দেখে মনে হচ্ছে, তাঁরা সক্রিয়ভাবে নাশকতার ছক কষছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্ককে চিহ্নিত করার চেষ্টা চলছে।’


নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি পুলিশের এক অফিসার বলেন, ‘জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করা পুলিশের বড় সাফল্য। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ধৃতরা দিল্লি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছিল।’

এই জঙ্গি চক্রের সঙ্গে দেশের ভিতর ও বাইরের কিছু সন্দেহভাজন ব্যক্তির যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা তাদের আর্থিক লেনদেন, যোগাযোগের মাধ্যম এবং প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দিচ্ছেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। প্রয়োজনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্যও নেওয়া হতে পারে।