জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তিন নেতাসহ ছ’জন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সোমবার সেই মামলার খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয় ও ছাত্রমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ছাত্র সংসদের সভাপতি নীতীশ কুমার, সহ-সভাপতি মনীষা, সাধারণ সম্পাদক মুনতেহা ফতিমা এবং আরও তিন ছাত্রছাত্রী—মণিকান্ত প্যাটেল, ব্রতী কর ও শৌর্য মজুমদার এই ঘটনায় অভিযুক্ত হয়েছেন।
জানা গিয়েছে, সম্প্রতি এবিভিপির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এক সাধারণ সভায়, বাম ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ছাত্রী-ছাত্ররা শনিবার বসন্তকুঞ্জ থানার দিকে মিছিল করতে গেলে নেলসন ম্যান্ডেলা মার্গে পুলিশের ব্যারিকেডে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জানায়, এই ঘটনায় ছ’জন পুলিশকর্মী আহত হয়েছেন।
অন্যদিকে, ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় নৃশংসভাবে লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন পড়ুয়ারকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এফআইআরের জেরেই ছয় ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের তলব করা হলে হাজিরা দিতে হবে এবং দিল্লির বাইরে যেতে চাইলে পূর্বে পুলিশকে জানাতে হবে।
জেএনইউ শিক্ষক সমিতি এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। তাঁদের দাবি, ‘পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ অযৌক্তিক।’ ঘটনার তদন্ত চলছে, তবে ছাত্র রাজনীতিকে দমন করতেই কি এই মামলা দায়ের করা হয়েছে—এই প্রশ্ন ইতিমধ্যেই ছাত্রমহলে ও শিক্ষকমণ্ডলীতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।