প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS)

শনিবার সুপ্রিম কোর্ট-সহ অন্যান্য আদালতের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। কোভিড পরিস্থিতিতেও দারুণ কাজ করেছে ভারতের বিচারব্যবস্থা। মহামারীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মামলার শুনানি করেছে শীর্ষ আদালত। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাত হাইকোর্টের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে যােগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। সেই অনুষ্ঠান থেকেই দেশের বিচারব্যবস্থার প্রশংসা প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, যে কোনও পরিস্থিতিতে ভারতের বিচারব্যবস্থা নিজেদের কর্তব্য পালন করতে অবিচল। মহামারী পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাগাতার শুনানি প্রক্রিয়া চালিয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট এবং অন্যান্য আদালতও ই-প্রসেডিং চালিয়ে গিয়েছে। তাদের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। 


প্রসঙ্গত, দেশে লকডাউন ঘােষণার সময় থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি প্রক্রিয়া চলছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয় সংবিধানকে মজবুত করতে আদালতের ভূমিকা অনস্বীকার্য।