এসআইআরের পর দুরন্ত ফল করেছে এনডিএ। পাটলিপুত্রে মোদী-নীতীশের জোটের জয়জয়কার। জয় নিশ্চিত হতেই সমাজমাধ্যমে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। পঁচিশের নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য বিহারের মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা জনগণ এবং বিহারবাসীর সেবা করার জন্য আমাদের নতুন শক্তি এনে দিয়েছে।’
মোদী জানিয়েছেন, আগামী বছরগুলিতে আমরা বিহারের উন্নয়ন জন্য আর বেশি কাজ করব। এনডিএ রাজ্যে সর্বাত্মক উন্নয়ন এনেছে। জনগণ আমাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আমাদের ট্র্যাক রেকর্ড ও রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে। এই বিশাল জয়ের জন্য আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে অভিনন্দন জানাই। এনডিএ পরিবারের সহযোগী চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়াহাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’ বিহারের ভোটের ফলাফলে অত্যন্ত খুশি নীতীশ-মোদী।