‘ভারত শুধু সুযোগ নয়, সম্ভাবনার দেশ।’ শুক্রবার টোকিওয় অনুষ্ঠিত ‘ইন্ডিয়া-জাপান ইকনমিক ফোরাম’-এ জাপানি শিল্পপতিদের উদ্দেশে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে বিনিয়োগের জন্য জাপানি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে তিনি বললেন, ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ মোদীর আহ্বান, ‘উন্নত বিশ্ব গড়তে ভারতের উন্নয়নে হাত বাড়িয়ে দিন।’
টোকিওর মঞ্চে মোদির স্পষ্ট বার্তা— ভারতের উন্মুক্ত বাজার ও দ্রুত উন্নয়নশীল অর্থনীতির সঙ্গে হাত মিলিয়ে এগোলে জাপানের ব্যবসায়ীরা শুধু ভারতের উন্নয়নের অংশীদার হবেন না, বিশ্ব অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করবেন।
এদিন জাপান সফরে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারতে পুঁজি শুধু বৃদ্ধি পায় না, তা বহুগুণে বৃদ্ধি পায়। আজকের ভারত রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতি প্রণয়নে স্বচ্ছতা এবং পূর্বানুমেয়তার এক অনন্য উদাহরণ। আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি এবং খুব শিগগিরই এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।’